তিনশ’ আসনেই প্রার্থী দেবে জাপা: এরশাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার জাতীয় পার্টির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসময় এরশাদ বলেন, এখনও আমার নামে মামলা চলছে। মামলা নিষ্পতি হয়নি আমার। এতো বছরে একটা দিনও শান্তিতে ছিলাম না। এই মামলার ভার মাথায় নিয়ে আমি তোমাদের নেতৃত্ব দিয়েছি। তাই এমন সিদ্ধান্ত গ্রহণ করছি আমি।

তিনি আরও বলেন, আমার চেয়ে কেউ কষ্ট বেশি করো নাই। আমি সাড়ে সাত বছর জেলে ছিলাম। অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, মরতে দেওয়াই এরশাদের শাস্তি। এরশাদ মরে নাই।

এখন দেশে দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি আবার জেগে উঠেছে।