আজ সোমবার ১৯ নভেম্বর খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। এদিকে শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এক রিটের রিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।
তাছাড়া খালেদা জিয়া যখনই যে চিকিৎসার কথা বলবেন সে মোতাবেক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা শেষ না করে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ ও হাসপাতালে চিকিৎসা অব্যাহত রাখার আর্জি জানিয়ে রিট আবেদনটি করা হয় গত ১১ নভেম্বর। রিট আবেদনে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।