ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করেছেন অ্যাডভোকেট নিপুণ রায়

ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করছেন রিমান্ডে থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এমনটাই জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় নিপুণ রায় চৌধুরীকে ঘটনার দিনের ভিডিও ও স্থির চিত্র দেখানো হয়। জানতে চাওয়া হয় তার সঙ্গে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে কারা অংশ নিয়েছিল। তিনি প্রথমদিকে কিছুই বলতে রাজি হননি। পরে তিনি ছবি দেখে দেখে কয়েকজনকে চিহ্নিত করেন। তবে তিনি বেশিরভাগ ব্যক্তিকে চিনতে পারেননি।

ডিবি পুলিশের এ কর্মকর্তা বলেন, নিপুণ রায় যাদের চিহ্নিত করেছেন তারা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জিজ্ঞাসাবাদে নিপুণ রায় জানিয়েছেন, কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে তার সঙ্গে অনেকে এসেছেন। যাদেরকে তিনি চেনেন না। ডিবি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিপুণ রায়কে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য আমরা পেয়েছি তা মামলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে কাজে লাগবে। আমরা চাই এ ঘটনার সঙ্গে প্রকৃত যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধী না হন সে জন্য আমরা স্বচ্ছতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করছি।

শনিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয়ের মহিলা হাজতখানায় রাখা হয়েছে তাকে। যেখানে একত্রে ৪ থেকে ৫ জন থাকতে পারেন। রিমান্ডে থাকা বাকি দিনগুলো তিনি সেখানেই থাকবেন। তার সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী আরিফা সুলতানাও রয়েছেন। ডিবি পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম বিক্রির সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। সংঘর্ষে পুলিশের পাঁচ কর্মকর্তাসহ ২৩ জন আহত হন। এ ঘটনায় বুধবার রাতে পল্টন থানা পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেন। এসব মামলায় নিপুণ রায়সহ বিএনপির ৪৮৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ মামলায় বৃহস্পতিবার রাজধানীর নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।