‘আ.লীগ আমার বাবার আদর্শ থেকে দূরে চলে গেছে বলেই ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করছি’

আর মাত্র কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ নিয়ে সবার মাঝেই কাজ করছে এক অন্যরকম উত্তেজনা। তবে এবার নির্বাচনে অনেক কিছুই দেখা যাবে যা আগে দেখা যায়নি। এরই মধ্যে প্রধান দুই দল আওয়ামীলীগ এবং বিএনপির মনোনয়ন বিক্রয় শেষ হয়ে গেছে। তবে হঠাৎ আলোচনায় এসেছেন সাবেক মন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেছেন, দেশের জন্য কাজ করতেই ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করব। আমি এ দেশের নাগরিক, আমার অন্য কোন দেশে থাকার ইচ্ছে নেই। বাংলাদেশে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি চাচ্ছি নতুন বাংলাদেশ।

রোববার দুপুরে মতিঝিলের ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, আমরা পথ হারিয়ে ফেলেছি, দেশের ভবিষ্যতের জন্য ড. কামাল হোসেনের দিক নির্দেশনা দরকার। আওয়ামী লীগ আমার বাবার (শাহ এ এম এস কিবরিয়া) আদর্শ থেকে দূরে চলে গেছে বলেই গণফোরামে যুক্ত হয়ে নির্বাচন করছি আমি।