রিজভীর কক্ষেই ‘দালাল দালাল’ স্লোগান

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শেষদিনের মতো চলছে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম। এরই মধ্যে পার্টি অফিসের ভেতর হাতাহাতিতে জড়ালো চাঁদপুর জেলা বিএনপির দুই গ্রুপ।

শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনেই দ্বন্দে জড়ান তারা।

জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া গত চারদিন ধরে চাঁদপুর-৩ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নেওয়ার চেষ্টা করছেন। আজ শেষদিনেও মনোনয়ন ফরম না পেয়ে তার কর্মীরা এর কারণ জানতে রুহুল কবির রিজভীর কক্ষে যান ও বিক্ষোভ শুরু করেন।

এসময় কর্মীদের ‘দালাল দালাল’ স্লোগান দিতে শোনা যায়। টাকা নিয়ে শফিকুল ইসলামকে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

একপর্যায়ে চাঁদপুর থেকে আসা অন্য গ্রুপের মনোনয়ন প্রার্থীর সমর্থকদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। ইকবাল নামের এক কর্মীকে পেটাতে পেটাতে অন্য রুমে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এসময় উপস্থিত কয়েকজন ছবি তুলতে গেলে তাতে বাধা দেওয়া এবং ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।–পিবিডি