আ’লীগের ১৬ প্রার্থী বিপক্ষে একাই লড়বেন মির্জা ফখরুল

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই গরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। এদিকে, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ দেশের নিবন্ধিত দলগুল মনোনয়ন বিক্রি করছে। মনোনয়ন বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ।

আর শুক্রবার (১৬ নভেম্বর) মনোনয়ন বিক্রি শেষ করেছে বিএনপিও। আসন্ন এ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র একমাত্র প্রার্থী দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপরীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র কিনেছেন বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনসহ ১৬ জন।

রয়েছেন প্রয়াত এমপি প্রয়াত ভাষা সৈনিক ও সাবেক জেলা গর্ভনর ফজলুল করিমের ছেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সাবেক যুবলীগের সভাপতি,বর্তমান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হিমাংশু দত্তের সুযোগ্য ছেলে অরুণাংশু দত্ত টিটো, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রনাথ রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা, সাবেক প্রয়াত এমপি খাদেমুল ইসলামের ছেলে সাহেদুল ইসলাম সাহেদ।

এছাড়া, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি,জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুজ্জামান দুলাল ও রেজওয়ানা বন্যা।