কৃষকলীগ সহ-সভাপতিসহ বিএনপিতে যোগ দিচ্ছে আ’লীগের ২ শতাধিক নেতাকর্মী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। মনোনয়নপত্র নিয়ে ব্যস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় চালাচ্ছে প্রচার-প্রচারণা। নেতাকর্মী সংগ্রহে ব্যস্ত সময় পাড় করছেন সবাই।

এরই মধ্যে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ফারুক আলম সরকারসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার কার্যালয়ে তারা বিএনপিতে যোগদান করবে।

তিনি জানান, কৃষকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফারুক আলমসহ গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন।

সূত্র: বিডিমর্নিং, যুগান্তর