নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণ জানালেন নিপুণ রায়

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৯ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় পুলিশের একটি পিকঅ্যাপ ভ্যান ও প্রাইভেট কার পুড়িয়ে দেওয়া হয়। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সংঘর্ষের কারণ সম্পর্কে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে স্বৈরাচার সরকারের সন্ত্রাসবাহিনী ঢুকে পুলিশের ওপর বোতল নিক্ষেপ করে। সেই বোতল নিক্ষেপ করাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ ঘটেছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে।’

সংঘর্ষের পরপরই সাংবাদিকদের নিপুণ রায় বলেন, ‘আজকে উৎসবমুখর পরিবেশে এই পল্টন ময়দানে বিএনপির ঢল নেমেছ। আপনারা গত দুই দিনে দেখেছেন, হাজার হাজার, লক্ষ জনতা, লক্ষ নেতাকর্মী এই উৎসবমুখর পরিবেশে বিএনপির মনোনয়ন ফরম কিনেতে আসছে। আর সেখানেই এই স্বৈরাচার, এই হাসিনা সরকারের গাত্রদাহ হয়েছে।’

বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীরা, আমরা একজন আরেকজনের ভাইবোন। আপনারা দেখেছেন, লক্ষ জনতার ভিড় হয়েছে, কোনো সংঘর্ষ হয় নাই। কালকে থেকে সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের শিকার হয়েছি।’

জানা যায়, আজ তৃতীয় দিনের মতো মিছিল নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন মনোনয়নপ্রত্যাশীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের সড়ক থেকে চলে যেতে বলা হয়। কিন্তু পুলিশ একপর্যায়ে ব্যর্থ হয়।

সূত্র: আমাদের সময়