১০ বিশিষ্টজনকে নিয়ে ভাবছেন ড. কামাল

গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়ায় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. হোসেন জিল্লুর, আকবর আলি খান, ড. সুলতানা কামালসহ ১০ বিশিষ্টজনকে সম্পৃক্ত করতে চান গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

সম্প্রতি তিনি বিএনপিকেও তাদের তালিকা দিয়েছেন। দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এ বিষয়ে অবহিত আছেন বলে একটি সূত্র জানিয়েছে। তালিকার অন্য বিশিষ্টজনরা হলেন হাসান মশহুদ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, ড. জাফরুল্লাহ চৌধুরী, শাহদীন মালিক, আলী ইমাম মজুমদার ও সৈয়দা রিজওয়ানা হাসান।

এ বিষয়ে বিএনপির মূল্যায়ন- আগামী জাতীয় নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে সমাজের প্রথিতযশা এসব ব্যক্তি যদি নির্বাচন প্রক্রিয়ায় আসেন তা হলে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ পড়বে। অবশ্য তালিকায় থাকা ড. জাফরুল্লাহ ও ব্যারিস্টার মইনুল হোসেন শুরু থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আছেন। ড. শাহদীন মালিক ঐক্যফ্রন্টের ডাকে একটি বৈঠকে উপস্থিত হয়ে কয়েকদিন আগে আইনি পরামর্শও দিয়েছেন। আর সুলতানা কামাল গত সোমবার লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশিষ্টজনদের প্রায় সবাই একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন সময় নিজ-নিজ অবস্থান থেকে কথা বলছেন। তবে তারা সরাসরি নির্বাচনে যুক্ত হবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তালিকায় থাকা একজন জানিয়েছেনÑ কোনো দলের হয়ে নির্বাচন করতে নয়, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা কাজ করতে চান।