বিএনপি অফিসের সামনে পুলিশের গাড়িতে আগুন, যা বললেন ওবায়দুল কাদের

নয়াপল্টনে বিনা উস্কানিতে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, বিএনপির আজকে আবারো প্রমাণ করলো বিএনপি সন্ত্রাসী দল। বিএনপির নির্বাচন চায় না। দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এসময় টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করেছে পুলিশ।

এসময় ক্ষুব্ধ নেতাকর্মীরা আগুন দিয়েছে পুলিশের দু’টি গাড়িতে।

বুধবার মনোনয়ন কেনাবেচার তৃতীয় দিন দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।