বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জানিয়েছেন, তাঁদের দল বিকল্পধারা ও জোট যুক্তফ্রন্ট ১৪ দলে শরিক হচ্ছে না। তাঁরা মহাজোটে যোগ দেবেন। তবে ১৪ দলের সঙ্গে জোটগত নির্বাচন অসম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা উল্লেখ করেন। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কাৎসলয়ে ওই বৈঠক হয়।
অন্যদিকে গতকাল বিকেল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী। যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়কারী ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন প্রথম দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন।
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটুকু বলব। তবে আনুষ্ঠানিক আলোচনার আগে এর বেশি খুলে বলা যাবে না। আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে আজ আমরা আলোচনা করেছি এবং খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল আনুষ্ঠানিক আলোচনা শুরু করব। এসব বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা যাতে শুরু হয়, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু।’
এক প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘আমরা কখনোই আওয়ামী লীগ বা বিএনপিবিরোধী নই। আমরা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছি। বিএনপির সঙ্গে বসেছিলাম, আলোচনা করেছিলাম। আমরা মন থেকে আশা করেছিলাম জিয়াউর রহমানের দল হিসেবে তারা জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তাদের সঙ্গে জামায়াতের যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলাদেশের জন্যও দুঃখজনক।’
বৈঠক প্রসঙ্গে মাহী বি চৌধুরী আরো বলেন, ‘আজকে আমরা একটা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। গত কয়েক দিন ধরে আমাদের দলের মহাসচিব মান্নান সাহেবের সঙ্গে ওবায়দুল কাদের সাহেবের বেশ কয়েকবার আলাপ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি ষড়যন্ত্র করেছে, সেই সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমীরা একসঙ্গে হয়ে যাতে একটি সুন্দর নির্বাচন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলাদেশের পক্ষের মানুষ যাতে বিজয় অর্জন করতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’