জরুরি বৈঠকে শেষে একি ঘোষণা দিলো জাতীয় ঐক্যফ্রন্ট

গতকাল মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বি এন পি।তবে গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয় দলটি।তবে কিছু শর্ত দেয় বিএনপি তার মধ্যে অন্যতম নির্বাচনের তাফসিল পিছিয়ে দেয়া । সে অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে দেয় ভোটের তারিখ নির্বাচন কমিশনার ।।তবে বিএনপি ও ঐক্যফ্রন্ট দাবি করেছিল একমাস পিছিয়ে দেয়ার জন্য ।

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু তা করা হয়নি। এতে তারা অত্যন্ত হতাশ।

মঙ্গলবার দুপুরে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরো পেছানোর দাবি জানাতে ড. কামালের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যাবেন তারা।পরে ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।

সরকারের আহ্বানে নির্বাচন কমিশন ভোটের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ৭ দিন পেছানো অন্যায় হয়েছে। এটা সরকারের আহ্বানে তারা করেছে।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুলতান মোহাম্মদ মনসুর, আবদুল মালেক রতনসহ নেতাদের আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হলেও রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে তা পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ।