একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।
বিশাল শো-ডাউন নিয়ে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে নির্বাচনের একদিন আগে দলের হাই কমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হন তিনি।
ওই সময় তৈমুর আলম খন্দকার বলেছিলেন, গরুকে কোরবানি দেয়া হলেও সময় দেয়া হয় কিন্তু আমাকে কোরবানি দেয়া হলেও সময় দেয়া হয়নি।