গতকাল সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে । আজ ঢাকা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।মঙ্গলবার দুপুরে তার পক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নিপুণ রায় বলেন, মানুষ আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের জবাব দিতে প্রস্তুত। জনগণ গণতন্ত্রের মা খালেদা জিয়াকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে মুক্ত করবে। যদিও এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।
এদিকে নির্বাচনে আসার ঘোষণা দিয়ে সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। মনোনয়ন ফরম পাওয়া যাচ্ছে নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। ১০ বছর পর ভোটে আসার ঘোষণা দেয়ায় সেখানে গতকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঝাঁকে ঝাঁকে মনোনয়নপ্রত্যাশীরা আসছেন ফরম সংগ্রহ করতে।
সোমবার দিন শেষে আট বিভাগের এক হাজার ৩২৬ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রথমে দুই দিন মনোনয়ন ফরম বিক্রির সময় নির্ধারণ করলেও নেতাকর্মীদের ভিড় বিবেচনায় আরও দুই দিন সময় বাড়িয়েছে দলটি। ১৬ নভেম্বর পর্যন্ত কেনা যাবে মনোনয়ন ফরম।