গত ১৩ নভেম্বর ২০১৮ ইং, একটি নিউজ এই শিরোনামের ‘আ’লীগের কাছে দাবি ১০০ আসন ও বিএনপির কাছে আসনসহ মোটা অংকের টাকা’ সংবাদটি ভুলবসত প্রকাশীত হওয়ায় ব্রেকিংবিডিনিউজ২৪.নেট সম্পাদক আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছে। সেই সাথে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশ করা হয়েছে যা হবহু দেওয়া হলো।
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম । শুভেচ্ছা নিবেন ।
১৩ নভেম্বর ২০১৮ ইং, একটি নিউজ এই শিরোনামের ‘আ’লীগের কাছে দাবি ১০০ আসন ও বিএনপির কাছে আসনসহ মোটা অংকের টাকা’ breakingbdnews24.net ও shompadak.com সহ কয়েকটি অনলাইন পত্রিকা/ফেইসবুকে প্রকাশ করা হয়, যা অসত্য, বানোয়াট, ভিক্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত । এই খবরের মধ্যে বলা হয়েছে , ‘এছাড়া জি. এম. কাদেরের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও যোগাযোগ এবং বিএনপি কাছ থেকেও মোটা অংকের টাকা দাবি করেছে দলটি’ এটিও মিথ্যা , বানোয়াট, ভিক্তিহীন । এই নিউজের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । একটি কুচক্রীমহল উনাকে এবং দলকে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা,বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে। এ প্রসঙ্গে জি এম কাদের মহোদয় বলেন, ‘খবরটি অসত্য ও ভিক্তিহীন’।
আমরা এই মিথ্যা নিউজ প্রকাশ করায় তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাছি ।
বার্তা প্রেরক ,
ইঞ্জি মোঃ এলাহান উদ্দিন
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা, জি এম কাদের
১৪.১১.২০১৮ ইং
প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো,