কামালের স্বাস্থ্যের খবর নিলেন তারেক!


আজ বাংলাদেশ সময় রাত নয়টায় লন্ডন থেকে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে টেলিফোন করেন। তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তাকে বিশ্রাম নিতে বলেন। তারেক বলেন,‘আমি আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এই ক্রান্তিকালে নেতৃত্ব দিবেন।’

উল্লেখ্য, ড. কামাল হোসেন গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছেন। এজন্য তিনি আজ রাজশাহিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেননি। সমাবেশে যোগ না দিলেও টেলিফোনে তিনি নাটকীয় বক্তব্য রাখেন। যেখানে তিনি আন্দোলনের মাধ্যমে সাত দফা আদায়ের জন্য জনগনের কাছে আহ্বান জানান।

এর আগে ড. কামাল একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তার সঙ্গে তারেক জিয়ার কোন যোগাযোগ নেই। তারেক জিয়া এই ঐক্যফ্রন্টে নেই। কিন্তু কার্যত এই টেলিফোন আলাপের মাধ্যমে প্রমানিত হয়েছে যে, তারেক জিয়াই আসলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা। ড. কামাল হোসেন তার পরামর্শ এবং নির্দেশেই জাতীয় ঐক্যফ্রন্ট পরিচালনা করছেন।