রাজশাহীতে কাদের সিদ্দিকীর গাড়ি আটকে দিল ছাত্রলীগ কর্মীরা, অতঃপর…


রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শেষ করে গতকাল শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় ফিরছিলেন জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

পথে কাদের সিদ্দিকীকে বহনকারী গাড়িটি মহানগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন সড়কে পৌঁছলে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী তার পথরোধ করেন। এ সময় কাদের সিদ্দিকী গাড়ি থেকে নামলে ছাত্রলীগ নেতাকর্মীরা জনসভায় দেয়া তার বক্তব্যের সমালোচনা করেন। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং কাদের সিদ্দিকীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ নয়া দিগন্তকে জানান, বিষয়টি আমার জানা নেই।

তবে ছাত্রলীগের ছেলেরা তার মতো মানুষের সাথে এ ধরনের আচরণ করার কথা নয় বলেও জানান তিনি।