আলোচনা করে সিদ্ধান্তের নির্দেশ খালেদা জিয়ার

২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার নাইকো মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর সেখানে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে এমন নির্দেশ দেন খালেদা জিয়া।

জানা গেছে, বিএনপি মহাসচিব বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সংলাপের বিভিন্ন বিষয় দলীয় প্রধানকে জানান। এ সময় খালেদা জিয়া ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনার নির্দেশ দেন। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।

আদালত থেকে মির্জা ফখরুল সরাসরি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে কয়েকজন নেতার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই সূত্র ধরে এ তথ্য জানা গেছে।