বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, ‘আইনগত ভাবে বেগম জিয়ার এখনো নির্বাচন করার সুযোগ আছে।’ তিনি বলেছেন, ‘বেগম জিয়ার আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে অ্যাটর্নি জেনারেল এবং দুদকের আইনজীবীর বক্তব্য বিভ্রান্তিমূলক।’
তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আপিল করবো। সেখানে আমরা দণ্ড স্থগিতের আবেদন করবো। আপিল শুনানির জন্য গৃহীত হলেই দণ্ড স্থগিত হয়ে যাবে। তখন বেগম জিয়ার নির্বাচনে বাঁধা থাকবে না।’ তিনি বলেন, ‘আপিল বিভাগের এ ব্যাপারে আগের আদেশও আছে।
ড. মহিউদ্দিন খান আলমগীর দণ্ডিত হয়েও আপিল বিভাগের নির্দেশে নির্বাচন করতে পেরেছিলেন।’ খন্দকার মাহাবুব বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে অবশ্যই বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। সেক্ষেত্রে তাঁর মনোনয়ন বাতিল করা হলে, আইনগত ভাবেই আমরা তা মোকাবেলা করবো। উল্লেখ্য, ৩০ অক্টোবর হাইকোর্ট এতিমখানা দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেছিলেন, বেগম জিয়া আগামী নির্বাচন করতে পারবেন না।