বৃহস্পতিবার আওয়ামী লীগের তিন সভা

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভাসহ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের তিন সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা।

এর আগে বিকেল ৫টায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়ও সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা

এর আগে বিকেল পাঁচটায় একই স্থানে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা পরিষদ, সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভা, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া, পাবনা সদর উপজেলার দাপুনিয়া, সিরাজগঞ্জ সদর উপজেলার তরনকান্দি, যশোরের মনিরাম উপজেলার দুর্বাডাঙ্গা, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অলোয়া এবং না.গঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এই সভা আহ্বান করা হয়েছে।

উভয় সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজশাহীর নেতাদের সঙ্গে মতবিনিময়

এদিকে বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের মাঝে হঠাৎ করেই দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই দ্বন্দ্ব নিষ্পত্তির জন্যই এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।