চার প্রক্রিয়া সম্পর্কিত
১.বন্ধনী ব্যবহারের নিয়ম কয়টি?
উত্তর : তিনটি।
২.বন্ধনী ব্যবহারের তৃতীয় নিয়মটি লেখ?
উত্তর : বন্ধনীর ভিতরেরগুলো আগে গণনা করা অর্থাত্ প্রথমে প্রথম বন্ধনী। পরে দ্বিতীয় বন্ধনী এবং তার পর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়।
৩.১৪ থেকে ১০ এর বিয়োগফলের সাথে ২০ থেকে ১৫ এর বিয়োগফল গুণ করে গুণফলের সাথে ৩০ যোগ করে বন্ধনীযুক্ত গাণিতিক বাক্য লেখ?
উত্তর : (১৪ – ১০) ´ ( ২০ – ১৫) + ৩০।
৪.৫৬ থেকে ৪০ এর বিয়োগফলকে ২ ও ৪ এর গুণফল দ্বারা ভাগ করা সংখ্যাটিকে ১১ থেকে বিয়োগ করার গাণিতিক বাক্যটি লেখ?
উত্তর : ১১ – ( ৫৬ – ৪০) ¸ ( ২ ´৪)।
৫.চার প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর : চার প্রক্রিয়া বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ ও ভাগ প্রক্রিয়া।
৬.ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর : প্রথমে একটি রাশির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
৭.এক ডজন ডিমের দাম ৮৪ টাকা হলে, ৫টি ডিমের দাম কত?
উত্তর : ৩৫ টাকা।
৮.এক হালি পেয়ারার দাম ২০ টাকা হলে, ২০টি পেয়ারার দাম কত?
উত্তর : ১০০ টাকা।
৯.১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
১০.১০০টি লিচুর দাম ৩০০ টাকা হলে, ৩০০টি লিচুর দাম কত?
উত্তর : ৯০০ টাকা।
১১.একজন শ্রমিক প্রতি মাসে আয় করে ৯৭৫০ টাকা। সে ১২ দিনে কত টাকা আয় করবে?
উত্তর : ৩৯০০ টাকা।
১২.এক হালি কলার দাম ১০ টাকা হলে ১০ হালি কলার দাম কত?
উত্তর : ১০০ টাকা।
১৩.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দম কত?
উত্তর : ৫০ টাকা।
১৪.বিয়োগ কর : ১৮.৫৭৫ — ১৫.৮৯৫
উত্তর : ২.৬৮।
বাংলা
মিরাজুল ইসলাম, প্রাক্তন প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
মডেল প্রশ্ন
গতকালের পর
৭.নিচের যুক্ত বর্ণগুলো ভেঙ্গে শব্দ তৈরি করে বাক্য গঠন কর: (৫টি) ২ ´ ৫ = ১০
(ক) ক্ষ (খ) হ্ম (গ) ল্প (ঘ) চ্ছ (ঙ) ষ্ক (চ) ষ্ণ (ছ) জ্ঞ
৮.বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ: ৫
দেশকে যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো আসলে জননীর মতো। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৯.এককথায় প্রকাশ কর: (৫টি) ১ × ৫ = ৫
ক. সংখ্যায় সবচেয়ে বেশি এমন—সংখ্যাগরিষ্ঠ
খ. দেশের জন্য প্রাণ উত্সর্গকারী —শহিদ
গ. যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য
ঘ. এক দেশ হতে আর এক দেশ — দেশান্তর
ঙ. নিজেকে অনেক বড় মনে করে যে — অহংকারী
চ. সুন্দরী গাছ আছে যে বনে— সুন্দরবন
ছ. দিকের শেষ সীমা— দিগন্ত
১০. প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখ ঃ (৫টি) ১ × ৫ = ৫
বুদ্ধিমান, সুন্দর, দুর্বীনিত, সার্থকতা, পরাধীন, বিদেশি, সৌভাগ্য
১১। নিচের কবিতার লাইনগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখঃ
থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে,
(ক) কবিতাংশের কবির নাম কী? কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন ? ২
(খ) কবিতাংশে মূলভাব লিখ। ৫
(গ) কবিতাংশের কবির নাম কী? কিসের আশায় বীর মরণকে বরণ করছে? ৩
১২। মনে কর, তুমি নবকুমার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার নাম বাবলি/ বাবলু। তুমি একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে তোমার বিদ্যালয়ে সুন্দর হস্তাক্ষর / রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর।৫
১.নাম :………………………
২. বিদ্যালয়ের নাম ……………………………
৩. শ্রেণি : …………..শাখা:………………….
৪. রোল নং : …………………………
৫.মাতার নাম : ………………………
৬.পিতার নাম : ……………………
৭.জন্ম তারিখ : …………………………..
৮.প্রতিযোগিতা করতে ইচ্ছুক বিষয়:…………………………………….
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
১৩. মনে কর, তোমার নাম নাফিস / নাফিসা। তোমার বিদ্যালয়ের নাম ঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখার জন্য চতুর্থ পিরিয়ডের পর ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখ। ৫
১৪. নিচের যেকোন একটি বিষয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখ: ১০
(ক) কম্পিউটার: ভূমিকা— আবিষ্কার — কম্পিউটারের অবদান — অপকারিতা— উপসংহার।
(খ) বৃক্ষরোপণ: ভূমিকা—সময়—প্রয়োজনীয়তা—সচেতনতা সৃষ্টিতে করণীয়—উপসংহার।
(গ) টেলিভিশন: সূচনা—আবিষ্কার— প্রয়োজনীয়তা— উপকারিতা — অপকারিতা — উপসংহার।
(ঘ) বাংলাদেশের ষড়ঋতু: ভূমিকা— গ্রীষ্মকাল— বর্ষাকাল— শরত্কাল— হেমন্তকাল— শীতকাল— বসন্তকাল— উপসংহার।
এই পাতার আরো খবর –
দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রস্তুতি
Sentence Connector এর গুরুত্ব এবং ব্যবহার ইংরেজি এম এ হামিদ খান, সহকারি অধ্যাপক, ইংরেজি ধনবাড়ি সরকারি কলেজ, টাঙ্গাইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানবে।…বিস্তারিত
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
বিজ্ঞান মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা খ. “হাইড্রা দ্বিস্তরী প্রাণী”- ব্যাখ্যা করো। উত্তর : এদের দেহে পরিপাক ও…বিস্তারিত
প্রশ্নপত্রে মূল্যায়ন মানেই প্রত্যাশিত শিক্ষার্থী তৈরি করা
মো. মিজানুর রহমান সহকারী শিক্ষক (বাংলা) গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা নতুন নিয়মের আলোকে গদ্য ‘নিমগাছ’ ও ‘কপোতাক্ষ নদ’ কবিতার…বিস্তারিত
বিশ্ববিদ্যালয়ভর্তি প্রস্তুতি
সিএম মিরাজুল ইসলাম সাধারণ জ্ঞান 21. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন কে? A. আর.সি. মজুমদার B. হরপ্রসাদ শাস্ত্রী C. বুদ্ধদেব বসু D….বিস্তারিত
স্মরণীয় পঙক্তি
স্বভাবে অবোধ অতি, গুণ নাহি যার, তার কাছে কোথা আছে গুণের বিচার। গুণী- ঈশ্বরচন্দ্র গুপ্ত হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা…বিস্তারিত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
Tweets by @DAILYITTEFAQ
১৪ আগষ্ট, ২০১৮ ইং
ফজর ৪:১৩
যোহর ১২:০৪
আসর ৪:৩৯
মাগরিব ৬:৩৬
এশা ৭:৫৩
সূর্যোদয় – ৫:৩৩সূর্যাস্ত – ০৬:৩১
পড়ুন
small ittefaq logo
সম্পাদক: তাসমিমা হোসেন।
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রিন্ট সংস্করণ