দুঃসংবাদ! সৌদিকরণের প্রক্রিয়ায় এবার চাকরি হারাবে হাজার হাজার প্রবাসী

হিজরী ১৪৪০ সালের প্রথম দিন থেকে পূর্ব ঘোষিত ১২ রকম পণ্যের সৌদিকরণ প্রক্রিয়া কার্যকর হতে যাচ্ছে । আরবি মহররম মাসের ১ তারিখ (১২ সেপ্টেম্বর ) থেকে দোকানগুলোতে সৌদি নাগরিকরা কাজ করতে শুরু করবেন বলে জানিয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয় ।

সৌদিকরণের ধারাবাহিক প্রক্রিয়াতে নিচের ১২টি পণ্য সামগ্রীর দোকানে প্রবাসীরা আর কাজ করতে পারবেন না, এই খবরটি ইতোমধ্যেই প্রবাসীরা জেনে গেছেন । এবার শুধু কার্যকর হবার পালা । ১২ রকম পণ্যের মধ্যে রয়েছে-

সব রকমের তৈরি পোষাক বা রেডিমেট গার্মেন্টস, আওয়ানি মঞ্জিলিয়া, তৈজষপত্রাদি বা গৃহসামগ্রী ,গাড়ি এবং গাড়ি পার্টসের দোকান, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ চালিত সামগ্রী, হাসপাতাল সামগ্রী এবং যন্ত্রপাতি, চকোলেট বা মিষ্টান্ন জাতীয় পণ্যের দোকান।এছাড়া গাড়ির বিক্রয় কেন্দ্র, বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী, চশমা, ঘড়ি, কার্পেট ও পাপোশ জাতীয় পণ্য এবং ফার্নিচার বা ডেকোরেশনের দোকানেও প্রবাসীরা কাজ করতে পারবেন না।

১ মহররম ১৪৪০ থেকে শুরু করে ৩ ধাপে ১২ রকম পণ্যের সব ক’টিকে পুরোপুরি প্রবাসীমুক্ত করা হবে । সৌদি শ্রমমন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট থেকে জানা যায়, প্রথম ধাপে ৪ রকমের পণ্য, দ্বিতীয় ধাপে ৩ রকমের পণ্য এবং তৃতীয় ধাপে আরো ৫ রকমের পণ্য সৌদিকরণ করা হবে ।
প্রথম ধাপ : মহররম ১, ১৪৪০ (১২ সেপ্টেম্বর, ২০১৮)

১. গাড়ি এবং মটরবাইকের দোকান ।

২. নারী, পুরুষ, শিশুদের সব রকমের তৈরি পোষাক বা রেডিমেট গার্মেন্টস, প্রসাধনী এবং জুতোর দোকান ।
৩. গৃহস্থালী তৈজষপত্র,বা আওয়ানী মানজিলায়ত।
৪. গৃহসামগ্রী, আসবাবপত্র ফার্নিচার বা আসাসি মানজিলিয়াত ।
দ্বিতীয় ধাপ : ১ রবিউল আউয়াল, ১৪৪০ (১০ নভেম্বর ২০১৮)

১. বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ চালিত সামগ্রী ।
২.চশমার দোকান ।
৩. এবং ঘড়ির দোকান ।
তৃতীয় ধাপ : ১ জামাদিউল আউয়াল, ১৪৪০ (৮ জানুয়ারি ২০১৯)

১। হাসপাতাল, ফার্মেসী এবং হাসপাতাল সামগ্রী

২। গৃহ নির্মাণ সামগ্রী এবং সরঞ্জাম ।

৩। সবরকম গাড়ি যন্ত্রাংশের দোকান ।
৪। গালিচা, কার্পেট বা পাপোশ ।
৫। চকোলেট বা মিষ্টান্ন জাতীয় পণ্যের দোকান ।

উল্লেখিত সবগুলো সেক্টরে বর্তমানে বিপুল পরিমাণ প্রবাসী শ্রমিকরা কর্মরত আছেন । সৌদিকরণের ধারাবাহিক প্রক্রিয়াতে কাজ হারাতে যাচ্ছেন হাজার হাজার সৌদি প্রবাসী ।