৩৫তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৪৪৭ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়নসহ নিয়োগ আদেশ জারি করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান করতে বলা হয়েছে।
নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে বাংলায় ৬ জন, ইংরেজিতে ১৫৪ জন, গণিতে ৪৩ জন, সামাজিক বিজ্ঞানে ৭৩ জন, পদার্থ বিজ্ঞানে ৬১ জন, জীববিজ্ঞানে ৩১, ব্যবসায় শিক্ষায় ৪৭ জন, ভূগোলে ১৬ জন, ধর্মে ৩ জন ও কৃষিবিজ্ঞানে ১৩ জন নিয়োগ পেয়েছেন।
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে (১৬০০০-৩৮৬৪০) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।