নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফল ২০১৮ সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুক্রবার রাজধানীর বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ৪টি অনুষদের অধীন ২৪টি স্নাতক সম্মান কোর্সে কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. হাসেম, ট্রাস্টি সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান বিভিন্ন হল পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের চার অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
পরে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং উপাচার্য উপস্থিত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন।
অভিভাবকদের এক প্রশ্নের জবাবে এনএসইউ চেয়ারম্যান বলেন, পরিবহন সংকটের কারণে যারা ভর্তি পরিক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এসময় উষ্ণ আতিথেয়তা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য অভিভাবকবৃন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।