বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় টানা চতুর্থ দিনের মতো গতকাল বুধবারও রাজধানী ছিল উত্তাল। অধিকাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে করে পুরো ঢাকা অচল হয়ে পরে। দিনের শুরু থেকেই নগরীর রাজপথগুলো ছিল অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বেশ কিছু শহরে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের এ আন্দোলনে সরাসরি মাঠে থাকতে না পারলেও তাদের সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেক তারকা। গতকাল বিকেলে জাবালে নূর নামে সেই বাসটির মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১। গতকাল বিকেলে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ৯দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় শাহবাগে অবস্থান নিয়ে ঢাকা শহর অচল…
- প্রচ্ছদ
- »
- শিক্ষা ও সাহিত্য
- »
- আবারো উত্তাল রাজধানী