স্পোর্টস ডেস্কঃ সবার প্রিয় টাইগার ক্রিকেটারকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, রয়েছে চমক! জয় দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সামনে নতুন পরীক্ষা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্যাটিং দানব গেইলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে রয়েছে নতুন চমকও। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন পেসার আবুল হাসান রাজু। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
তবে ওয়ানডে সিরিজ জয়ের কাণ্ডারী মাশরাফি নেই টি-টোয়েন্টি একাদশে । এটা অবশ্য সবার জানাই ছিল কারণ ইতোমধ্যে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই তৃতীয় ওয়ানডের ভেন্যু বেসেতেরেতে। পরের দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব (অধিনায়ক), তামিম, সৌম্য, লিটন, মুশফিক, সাব্বির, মাহমুদুল্লাহ, সৈকত, মিরাজ, নাজমুল অপু, রুবেল, মোস্তাফিজ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও আরিফুল হক।