ছক্কার রাজত্বে গেইল ও আফ্রিদির চরম যুদ্ধ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে এককভাবে ‘ছক্কার রাজা’ হওয়ার দ্বারপ্রান্তে ক্রিস গেইল। সব ফরমেট মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর অনন্য রেকর্ড গেইলের নিঃশ্বাস দূরত্বে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁচটি ছক্কার মারে শহীদ আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। দুই জনের নামের পাশে ৪৭৬টি ছয়। সেইন্ট কিটসে শনিবারের সিরিজ নির্ধারণী ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন গেইল। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ছক্কার রাজত্বে গেইল ও আফ্রিদির চরম যুদ্ধ।

৩০২ রানের টার্গেটে নেমে ১৮ রানে হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় সফরকারী বাংলাদেশ। আগামীকাল টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গেইলের সামনে থাকবে আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ৪৪৩ ম্যাচে ৪৭৬ ছক্কার মাইলফলকে নাম লেখান গেইল। পাকিস্তান তারকা আফ্রিদি ৫২৪ ম্যাচে এই কীর্তি অর্জন করেন। আফ্রিদির চেয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ কম খেলেছেন ৩৮ বছর বয়সী গেইল। তবে, রেকর্ড ছোঁয়ার পথে সমবয়সী আফ্রিদির চেয়ে পাঁচ ইনিংস বেশি খেলেন গেইল। ৫১৩ ইনিংসে এ রেকর্ড স্পর্শ করেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টিতে গেইলের চেয়ে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে পার্থক্য গড়ে দেন আফ্রিদি।

ওয়ানডে ক্রিকেটে মোট ছক্কার তালিকায় আফ্রিদির ধারে কাছে কেউ নেই। ৩৯৮ ম্যাচে রেকর্ড ৩৫১টি ছক্কা হাঁকান ‘বুমবুম’ আফ্রিদি। ২৮৪ ম্যাচে ২৭৫ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের সঙ্গে যৌথভাবে শীর্ষে গেইল। দুই জনই ১০৩ বার বল সীমানার ওপর দিয়ে বাইরে পাঠান। গেইল ৫৬ ও গাপটিল খেলেছেন ৭৫ ম্যাচ। ৯৯ ম্যাচে আফ্রিদির নামের পাশে ৭৩ ছক্কা। সাদা পোশাকেও গেইলের অবস্থান সেরা তিনে। ১০৩ টেস্টে ছক্কার সেঞ্চুরির কাছাকাছি যান তিনি (৯৮)। ১০১ ম্যাচে ১০৭ ছক্কা নিয়ে শীর্ষে সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট টেস্টে ৯৬ ম্যাচে তিন অঙ্কের (১০০টি) ঘরে প্রবেশ করেন। সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে মারকুটে ব্যাটিং করেন আফ্রিদি। ২৭ ম্যাচে ৫২ বার সীমানার বাইরে আছড়ে ফেলেন বোলারদের।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা
খেলোয়াড় ম্যাচ ইনিংস ছক্কা
শহীদ আফ্রিদি (পাকিস্তান) ৫২৪ ৫০৮ ৪৭৬
ক্রিস গেইল (ও.ইন্ডিজ) ৪৪৩ ৫১৩ ৪৭৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৪৩২ ৪৭৪ ৩৯৮
সনৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ৫৮৬ ৬৫১ ৩৫২
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৫০৪ ৪৯৮ ৩৪২