মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীসহ সকলকে যে বিশেষ বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক সেরি আওলি ইব্রাহিম

মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সকলের প্রতি আহবান জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত মানবপাচারকারী বা দালালদের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক সেরি আওলি ইব্রাহিম বলেন, আমরা চাইনা মালয়েশিয়ায় এজেন্সিগুলো এমন কিছুতে যুক্ত হোক যেটা করা তাদের উচিত না।

যদি কারো কাছে সুনিষ্ঠ প্রমান থাকে তাহলে আমরা সেটার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে পারবো। এটা অনেক হতাশাজনক যে মালয়েশিয়ায় তারা এমন ধরণের কাজ করবে। গতকাল সোমবার ৩০ জুলাই ২০১৮ বিশ্ব মানব পাচার দিবস উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

স্টপ হিউম্যান ট্র্যাফিকিং (শাট), এন্টি-ট্র্যাফিকিং ইন পার্সিস এন্ড এন্টি-স্মুফিং অব মাইগ্রেন্টস কাউন্সিল (মাপো) আয়োজিত এক ইভেন্টে এসব কথা বলেন মন্ত্রী।

মানবপাচার কারীদের ধরার দায়িত্ব শুধু সরকারের একার না সাথে আমাদের সবাইকে মিলে সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলেই সরকার দেশ থেকে এসব বন্ধ করতে সক্ষম হবে বলেন স্টপ হিউম্যান ট্র্যাফিকিং (শাট) সভাপতি দীনি ডালিলাহ ওয়ান নুরদিন।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অবস্থিত আমেরিকান হাইকমিশনের উপ প্রধান ডিন থম্পসন বলেন, মানব পাচার অনেক বড় একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। মানবপাচারকারীরা বছরে প্রায় ৬১০ বিলিয়ন রিংগিত আয় করছে। তিনি বলেন সারা পৃথিবীব্যাপী মানব পাচারকারীরা এই ধরণের অপকর্ম চালাচ্ছে এবং দিন দিন তাদের নেটওয়ার্ক আরো বিস্তিত হচ্ছে। এসকল অপরাধীকে রুখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।