মালয়েশিয়ায় মেগা থ্রির অভিযান অব্যাহত থাকবে, ৭ মাসে গ্রেফতার ২৫হাজার প্রবাসী

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক বিরোধী অভিযান মেগা থ্রির অভিযান অব্যাহত থাকবে যতদিন না মালয়েশিয়া থেকে অবৈধদের উৎখাত করতে না পারছি । অবৈধ শ্রমিক এবং তাদের নিয়োগদাতাদের সঙ্গে আমরা কোন প্রকার আপস করব না । মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো সেরি মোস্তফার আলী সাংবাদিকদের জানান , চলমান অভিযান কবে বন্ধ হবে তার কোন সীমাবদ্ধতা নেই ।

আমরা যতদিন না মালয়েশিয়াকে অবৈধ শ্রমিক মুক্ত করছি না ততদিন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে । যেকোন মূল্যেই হোক মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী মুক্ত করা হবে । তিনি আরো বলেন , আগামী ৩০ আগষ্ট পর্যন্ত অবৈধ শ্রমিকদের আত্মসমর্পণ করে চলে যাওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে । ৩১ আগষ্ট থেকে মালয়েশিয়ার জঙ্গলেও অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করা হবে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। এরপর ১৬ সালের ১৫ আগস্ট নিবন্ধনের মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সর্বশেষ সময় বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চলে নিবন্ধন প্রক্রিয়া।এ প্রক্রিয়া শেষ হতে না হতেই অবৈধদের জন্য ব্যাপক অনুসন্ধান শুরু করে ইমিগ্রেশন বিভাগ। ৩০ আগস্টের মধ্যে স্বেচ্ছায় দেশে ফেরত না গেলে জেল জরিমানার বিধান রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে। মোস্তাফার আলী জানান, অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া যেসব মালিকরা অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়েছেন বা পুনঃনিবন্ধন করায়নি তাদেরকেও গ্রেফতার করে নিয়ে আসা হবে।তিনি বলেন, দেশে অবৈধ অভিবাসীর স্রোত ঠেকাতে এই পদক্ষেপ নিতেই হচ্ছে। এ সময় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, গত জানুয়ারির ১ তারিখ জুলাই ২৮ তারিখ পর্যন্ত মোট ২৪ হাজার ৪২৩ জন বিদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৬ হাজারের বেশী ।