সৌদি আরবে নারীসহ আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ইসলাম ধর্মের ৫টি স্তম্বের মধ্যে হজ হচ্ছে একটি ।এটি যাদের ওপর ফরজ হয়েছে তারাই ককরে থাকেন ।প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যাক লোক হজ পালন করতে সৌদি আরব যাবেন । এরি লক্ষে সৌদিতে পৌছেছে বাংলাদেশি হজযাত্রীরা।তবে এর মধ্যে বেশ কয়েকজন হজযাত্রীর মৃত্যু হয়েছে

গতকাল চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সেলিমা খানম (৬৪) নামে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ জুলাই) তিনি মারা যান।

গাজীপুর সদরের আলীনগর গ্রামের বাসিন্দা সেলিনা খানমের পিলগ্রিম আইডি ১৩১৬১৭০ ও পাসপোর্ট নাম্বার বিই ০৮৩৮২৮১। তিনি এমজি এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে গত ২৭ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে মক্কায় যান।

এদিকে একই দিন খুলনা সদরের বাসিন্দা আবদুর রাজ্জাক নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মারা যান। তার পিলগ্রিম আইডি ০৫৯৮১৬০ ও পাসপোর্ট নাম্বার বিএম ০৬৮৩৪৪১। তিনি আনিকা এভিয়েশন হজ এজেন্সির মাধ্যমে গত ১৬ জুলাই সৌদি এয়ারলাইন্সযোগে মক্কায় যান।এ নিয়ে চলতি বছর মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।