সুখবর! অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে আমিরাত সরকার

সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় দেশটিতে বসবাসরত অবৈধ নাগরিকদের জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

রবিবার সকালে দুবাই আল আবির ইমিগ্রেশনে এক সংবাদ সন্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের এ তথ্য জানান জেনারেল ডাইরেক্টরি অব রেসিডেন্সি ফর অ্যাফ্যায়ার্স দুবাই এর মেজর জেনারেল মোহাম্মদ আল মারি। তিনি আরও বলেন, অবৈধভাবে যারা আমিরাতে অবস্থান করছেন তাদের জন্য সাধারণ ক্ষমা হচ্ছে আমিরাত সরকারের পক্ষ থেকে একটি উপহার।

সংবাদ সম্মেলনে সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেনারেল ডাইরেক্টরি অব রেসিডেন্সি ফর অফ্যায়ার দুবাই এর মেজর জেনারেল মোহাম্মদ আল মারি ও ডাইরেক্টর জেনারেল এসিসটেন্ট অব ফলোআপ সেক্টর অব ভাইলোটারস রেসিডেন্সি ফর অ্যাফ্যায়ার্স দুবাই এর ব্রিগ্রেডিয়ার জেনারেল খালাফ আল গাইত।