রাজশাহীতে বুলবুলের হুমকি-ধামকি নিয়ে যা বললেন জয় (ভিডিও)

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাকে হুমকি ধামকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করে জয় এ অভিযোগ করেন।

ফেসবুকে তিনি লিখেন, জাল ভোট দেয়ার সময় বাধা দেয়ায় রাজশাহীতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বুলবুল একজন নির্বাচনী কর্মকর্তাকে হুমকি ধামকি দিচ্ছেন।

তিনি আরও লিখেন, নির্বাচনে অনিয়ম বিএনপি নিজেরাই করছে। আগেই এই ধরণের অপকৌশলের ষড়যন্ত্রের কথা আমরা বিএনপি নেতাদের ফোনালাপ থেকে জানতে পেরেছিলাম গাজীপুর ও রাজশাহীতে। এখানেও একই বিষয় দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, এক মেয়ে আনসার কর্মীর সঙ্গে উচ্চস্বরে কথা বলছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় আনসার কর্মী বুলবুলকে প্রশ্ন করে বলেন, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি তো প্রতিনিধি, আপনার এভাবে কথা বলা উচিত না।

তখন ওই নারীকে বিকেয়ারফুল এবং ননসেন্স বলে সতর্ক করেন বিএনপির মেয়রপ্রার্থী বুলবুল।
https://youtu.be/Q4thJS0Qa4c