সর্বশেষে রাজশাহীতে ১৩৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে যে দেখে নিন

রাজশাহী সিটি করপোরেশনের ১৩৫ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন ১,৬২,৫৮০ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৬,২৭৪ ভোট। ফলাফলে নৌকা মার্কার পার্থী ৮৬,৩০৬ ভোটে এগিয়ে রয়েছেন।

আজ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।

রাজশাহী সিটিতে এবার মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। মোট ভোটকেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। রাজশাহী সিটিতে মেয়র পদে ৫ জন লড়ছেন।

বাংলা ইনসাইডার