বরিশাল সিটি কর্পোরেশনে ৪১ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ৩৭২১৪ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মোঃ মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ৫৪০২ ভোট। ফলাফলে নৌকা মার্কার প্রার্থী ৩১৮১২ ভোটে এগিয়ে রয়েছেন।
আজ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন।
বরিশাল সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং মহিলা মোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি। এই সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলা ইনসাইডার/