সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন বিএনপি নেতারা

তিন সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী দলীয় করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

সোমবার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে নিশ্চিত করে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তিন সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে আগামী দিনে বিএনপির করণীয় ঠিক করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে।

এছাড়া বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার জামিনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে।

সোমবার রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে ভোটগ্রহণ চলছে। ইতোমধ্যে বরিশালে নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ভোট বর্জনের ষোষণা দিয়েছেন।