স্পোর্টস ডেস্কঃ ১৯৯২ সালে আইসিসি বিশ্বকাপ জাতীয় দলের অধিনায়ক ছিলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী চেয়ারে আসীন। এবার স্বপ্ন দেখছেন পাকিস্তানকে নতুন করে আবারো বিশ্বকাপে জয়ী রূপে দেখতে। পাকিস্তানের এক কালের সেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক আর বর্তমান প্রধানমন্ত্রী এমনটাই স্বপ্ন দেখছেন। তাঁর স্বপ্নকে সত্য বলে বাস্তবে রূপ দিতে পরিকল্পনার কথা বলেছেন আরেক পেস তারকা শোয়েব আক্তার। পাক এই সাবেক পেস তারকা ঘোষণা দিয়েছেন ইমরান খান পাকিস্তানকে ‘এশিয়ার বাঘ’ বানাবেন। শোয়েব বলেছেন, ‘আমি নিশ্চিত, ইমরান ভাই পাকিস্তানের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন।’
পাক ক্রিকেটকে নতুন ভাবে সাঁজিয়ে উপস্থাপনের ঘোষণ দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে শোয়েব মিডিয়াকে বলেনর, ‘পাকিস্তানকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি।’ কিন্তু ইমরান খান কখনো এশিয়া কাপ জেতাতে পারেননি। এমন বক্তব্যেও পাল্টা জবাবে তিনি বলেন, ‘তাতে কি হয়েছে? ইমরানের সামনে সুযোগ এসেছে পাকিস্তানকে এবার এশিয়ার চ্যাম্পিয়ন বানানোর। সেটা ক্রিকেট দলকে নয়, পুরো দেশকেই। ইমরান পাকিস্তানকে ‘এশিয়ার বাঘ’ বানাবেন বলেই আমি বিশ্বাস করি।’
শোয়েব বলেছেন, ‘আমি বিশ্বাস করি, তিনি পাকিস্তানকে এশিয়ার বাঘ বানাতে পারবেন। তবে আমরা যদি সাফল্য চাই, অবশ্যই তাঁর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এখন সব মতভেদ ভুলে ইমরানকে সমর্থন দেওয়া উচিত। দেশ যোগ্য নেতৃত্বের হাতে পড়েছে। এবার পাকিস্তানের অবস্থা যদি বদলায়। আমি পুরো দেশকে আর পিটিআইয়ের কর্মীদের অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, ইমরান ভাই পাকিস্তানের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন।’
পাকিস্তানের ১৯৯২ সালের ক্রিকেট দলের অধিনায়ক ইমরান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির জাতীয় নির্বাচনে জয় লাভ করেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শিগগিরই ইমরান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে খবর। রাজনীতিতে আসেন ১৯৯২ সালে ক্রিকেটার হিসেবে অবসর নেওয়া পর। মুলত পিটিআই শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয় গত সাধারণ নির্বাচনে। পাকিস্তান পিপলস পার্টি ওই নির্বাচনে জয় লাভ করে পিটিআই প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে।