শরীফ সাথী”র ৩টি ছড়া
শেখ মুজিব
শরীফ সাথী
সুভাবনার দৃষ্টিকারি
এই বঙ্গের সৃষ্টিকারি
সব বাঙালির প্রিয় তিনি
সবার মাঝে বহমান,
অমর কীর্তি বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ৷
আগষ্ট এলে
শরীফ সাথী
আগষ্ট এলে সেদিনের সেই
রাতের কথা মনে পড়ে,
শোকে কাতর পাথর চোখে
অঝর ধারায় অশ্রু ঝরে ৷
শেখ মুজিব ও তাঁর পরিবার
আগষ্টের এই স্মরণে,
চোখের অশ্রু ফুলের ডালা
তাই সপি তাঁর চরণে ৷
মুজিব মানে
শরীফ সাথী
মুজিব মানে উর্ধে উঠা তর্জনী,
বাংলাদেশের বিজয় ধ্বনির গর্জনী ৷
বঙ্গ বুকে সুখে উড়া
লাল সবুজের চিত্র,
ধনি গরিব কুলি মজুর
সবাই সবার মিত্র ৷
স্বাধীন দেশে ভালোবেসে চলা,
মিষ্টি হেসে মুক্তির কথা বলা ৷
মুজিব মানে স্বাধীনতার একটি দেশ,
স্বাধীন কথা যথা তথা হবে পেশ ৷
রূপ অনন্যা মমতাময়
সারা বাংলা জুড়ে,
মুক্ত পাখি চলবে উড়ে
মিষ্টি মধুর সুরে ৷
ঘুরে ঘুরে বঙ্গ দেখে
মাটির সুবাস গায়ে মেখে
সবুজ শ্যামল বৃক্ষ নদী
দু’নয়নে চিত্র এঁকে
অদম্য পথ চলা,
ভালোবেসে মিষ্টি হেসে
মুক্তির কথা বলা ৷