রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক জানান, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দুর্ঘটনার মামলা হয়েছে। নিহত দিয়া খানমের বাবা মামলাটি করেন। মামলায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রবিবার দুপুরে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। শিক্ষার্থী নিহতের খবর কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীরা রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।