কে কবার ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন

আতহার আলী খানকে দিয়ে শুরু। সে-ও ১৯৯০ সালের ঘটনা। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড়ের ম্যাচসেরা হওয়ার ছবিটি নিয়মিত হতে সময় লেগেছে ঢের। বাংলাদেশ যে জিততই কালেভদ্রে। আর পরাজিত দলে থেকেও ম্যাচসেরা হওয়া বিরলই, আতহার নিজেও অবশ্য তা-ই হয়েছিলেন।

তাঁর পর ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের আরও ৩৪ জন খেলোয়াড় ম্যাচসেরা হয়েছেন। অনেকে হয়েছেন একাধিকবার। সাকিব আল হাসান নিজে যেমন ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন ১৮ বার। সিরিজ সেরা হয়েছেন ৫ বার। কাল ওয়ানডেতে চতুর্থবারের মতো সিরিজ সেরা হলেন তামিম। ম্যাচসেরা হলেন ১৪তম বারের মতো।

আসুন দেখে নিই, বাংলাদেশের পক্ষে কে কতবার ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন। এখানে অবশ্য তালিকায় সেসব খেলোয়াড়দের রাখা হয়েছে, যাঁরা অন্তত একবার সিরিজ সেরা হয়েছেন।

খেলোয়াড়
ম্যাচ
ম্যাচসেরা
সিরিজ সেরা
সাকিব আল হাসান
১৮৮
১৮

তামিম ইকবাল
১৮২
১৪

মাশরাফি মুর্তজা
১৮৮
১১

মো. আশরাফুল
১৭৫


শাহরিয়ার নাফীস
৭৫


আবদুর রাজ্জাক
১৫৩


মুশফিকুর রহিম
১৮৭


আফতাব আহমেদ
৮৫


মোস্তাফিজুর রহমান
৩০


সৌম্য সরকার
৩২