এক গালিতে রুবেলকে শাস্তি আইসিসির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ বোলিং করলেও বাজে ভাষা ব্যবহারের জন্য রুবেলকে তিরস্কার করেছে আইসিসি

ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিলেন ক্রিস গেইল। থাকলে হয়তো সিরিজ জয়ের আনন্দটা মিলত না। রুবেল হোসেন তা হতে দেননি। গেইলকে তুলে নিয়ে সেরেছেন নিজের প্রথম দায়িত্ব। আর ‘ডেথ ওভার’-এ, বিশেষ করে ৪৯তম ওভারে কী দারুণ বোলিংটাই না করলেন! শেষ ম্যাচে বাংলাদেশের জয়ে তাই এই পেসারের অবদান মোটেই কম নয়। অবশ্য পারফরম্যান্স তাঁকে আইসিসির তিরস্কার থেকে বাঁচাতে পারেনি। কটূক্তি করায় রুবেলকে তিরস্কার করেছে আইসিসি।

২৮তম ওভারে রুবেলের বল শিমরন হেটমায়ারের ব্যাটের কানা ছুঁইয়ে বাউন্ডারি হলে হতাশায় বাজে ভাষা ব্যবহার করেন এই পেসার। স্ট্যাম্পের মাইকে সেটা পরিষ্কার শোনা গেছে। এতে আইসিসির আচরণবিধির প্রথম পর্যায়ের সমমানের অপরাধ করেছেন রুবেল। তিরস্কারের পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে আইসিসি। এতে রুবেলের ডিমেরিট পয়েন্টসংখ্যা হলো দুই। গত মাসে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাজে ব্যবহারের জন্য এক ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রুবেল।

কাল ম্যাচ রেফারি ক্রিস ব্রড রুবেলকে আইসিসি আচরণবিধি অনুচ্ছেদের ২.১.৪ ধারা ভাঙার দায়ে অভিযুক্ত করেছেন। ম্যাচ শেষে রুবেল এই অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।