অবৈধ প্রবাসীদের ধরতে সেপ্টেম্বর থেকে দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাবে মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে এখন থেকে দূর্গম এলাকায়ও অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। যা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে।

গতকাল নির্বাচিত সরকারের ১ম অধিবেশনে সংসদ সদস্য নুুরুল ইজজাহ আনোয়ারের এক প্রশ্নের জবাবে একথা জানান দেশটির ডেপুটি গর্ভনর আজিজ জামান। বলেন, এরইমধ্যে ৩ হাজার ২৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছেন তারা।

আটকৃত অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ান ও বাংলাদেশি নাগরিক।