অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে ও রাষ্ট্রপতির সম্মতিতেই কেবল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হতে পারেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘একটি অরাজনৈতিক মামলায় খালেদা জিয়া সাজা ভোগ করছেন। বিএনপির নেতাকর্মীদের দাবিতে তাঁকে মুক্ত করার ক্ষমতা সরকারের নেই।’
আজ শনিবার বিকেলে ফরিদপুরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের উন্নয়নে বদ্ধপরিকর। এবারের নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এলে পদ্মা সেতু নির্মাণ শেষে পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিএনপিকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তাদের সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি ভোট ডাকাতির ঘটনা ঘটেছে। ২০০১ সালের নির্বাচনের কথা দেশবাসী এখনও ভুলে যায়নি। দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ভোট প্রদানের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ।
সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।