অধিকৃত পশ্চিম তীরে দুজন ইসরায়েলি সেনাকে চড় মারার ঘটনায় আটক হয়েছিলেন ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি। ওই ঘটনায় আট মাস জেল খাটার পর অবশেষে আজ রবিবার মুক্তি পেয়েছেন তিনি।
ইসরায়েলের জেল কর্তৃপক্ষের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি জানান, আহেদ তামিমি এখন পশ্চিম তীর ফিরে যাচ্ছে।
গত বছরের ১৫ ডিসেম্বর নিজের বাড়ির বাইরে দুজন ইসরায়েলি সেনাকে চড় ও লাথি মারেন আহেদ। সেই ভিডিও ধারণ করেন তার মা নারিমান তামিমি। তিনি ওই ভিডিও তার ফেসবুকে প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়।
১৬ বছর বয়সী আহেদ তামিমিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ১২টি অভিযোগ আনে ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু গত মার্চে তিনি শারীরিক হামলাসহ চারটি অভিযোগে দোষ স্বীকার করেন।
ইসরায়েলি সেনাকে চড় মারার ওই ঘটনার পর ফিলিস্তিনিদের জাতীয় আইকনে পরিণত হন তামিমি। তার ম্যুরাল ও পোস্ট বিভিন্ন রাস্তায় শোভা পায়। তার মুক্তির দাবিতে অনলাইনে ১৭ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়।