মহাত্মা গান্ধী ছাগলকে ‘মা’ বলে ডাকতেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা চন্দ্র কুমার বসু। এক টুইটার বার্তায় এ দাবি করেন তিনি।
সম্প্রতি চন্দ্রের এমন টুইটের পর শুরু হয়েছে বিতর্ক। অন্য কোনো মহল থেকে প্রতিক্রিয়া আসার আগে রাজ্যের প্রাক্তন বিজপি সভাপতি তথাগত রায় এই মন্তব্যের প্রতিবাদ করেছেন। এ ধরনের ভুল তথ্য প্রচার করার ব্যাপারে চন্দ্র বসুকে সতর্ক করে দিয়েছেন তিনি।
এর আগেও তথাগতর সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন চন্দ্র বসু। সেবার বিজেপির ভেতরের কথা নিয়ে টুইট করেন চন্দ্র। প্রতিক্রিয়া দিয়ে তথাগত বলেন, ‘দলের ভেতরের আলোচনা বাইরে নিয়ে আসা ঠিক নয়।’ এবার ফের দুইজনের মধ্যে শুরু হল টুইট বিতর্ক।
নেতাজি সুবাস চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু টুইটে লেখেন, ‘গান্ধীজি আমার দাদু শরৎচন্দ্র বসুর বাড়িতে থাকার সময় ছাগলের দুধ খেতে চাইতেন। তিনি হিন্দুদের স্বার্থরক্ষা করতেন এবং ছাগলকে মা জ্ঞান করতেন।’
প্রতিক্রিয়া দিতে সময় নেননি তথাগত। পাল্টা টুইট করে তিনি লিখেছেন, ‘গান্ধীজি বা আপনার (চন্দ্র বসু) দাদু কেউই ছাগলকে মা জ্ঞান করার কথা বলেননি। তা ছাড়া গান্ধীজি মোটেই হিন্দুদের রক্ষাকর্তা ছিলেন না। আমরা হিন্দুরা গরুকে মায়ের সম্মান দিয়ে থাকি, ছাগলকে নয়। দয়া করে এ ধরনের কথা বলবেন না।’
তবে তথাগত যাই বলুন না কেন নিজের অবস্থানে অনড় চন্দ্র বসু। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘আমার টুইটের মর্মার্থ বুঝতে হবে। আমি যা বলেছি সেটা ইতিহাসের অংশ। কেউ গরুর মাংস খেলে তাকে যদি আক্রান্ত হতে হয় তাহলে ছাগলের দুধ খাওয়া ঠিক নয়। কারণ গান্ধীজি ছাগলকে মা মনে করতেন।’