যে কারণে ৩৬০ কোটি টাকার সুড়ঙ্গ দেখে ক্ষুব্ধ ক্রোয়েশিয়ার মানুষ!

ক্রোয়েশিয়ার দক্ষিণে ৪৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকার বেশি খরচ করে পাহাড়েরর ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যানজট কমানোর জন্য। কিন্তু এখন তারা বুঝতে পারছে না, এই সুড়ঙ্গ তাদের কি কাজে লাগবে।

আরটিএল ক্রোয়েশিয়ার খবর অনুযায়ী, ওমিস শহরের যানজট কমানোর উদ্দেশ্যে বাইপাস তৈরির জন্য একটি পাহাড়ের ভেতর দিয়ে ওই সুড়ঙ্গটি নির্মাণ করা হচ্ছিল।

ওমিস ব্রিজ নামের একটি স্থানে সুড়ঙ্গের মুখ বের হবার কথা, যার ফলে ওমিসের বাসিন্দারা সহজেই উপকূলের সড়কে উঠতে পারবে। সুড়ঙ্গের কারণে শহরের ট্রাফিক জ্যাম কমবে বলেও আগে করা হয়েছিল।

ছয় বছর আগে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ১৪৭১ মিটার নির্মাণের পর দেখা গেল, সেটি বেরিয়েছে পাহাড়ের একটি খাদের ওপর, যেখান দিয়ে যাবার কোন পথ নেই। মূলত এ নিয়েই ক্ষুব্ধ ওমিস শহরের মানুষজন।

ফ্রানি নামের একজন ব্যাঙ্গ করে বলছেন, ‘এটা তাদের জন্য যেন একটা মজার ব্যাপার। হয়তো তারা ভেবেছে, ওখানে ব্যাটম্যান থাকে। শহরের জন্য যেখানে যানজট, সেখানে কোন খরচ করা হয়নি, কোন কাজ করা হয়নি।

আরটিএল বলছে, শহরের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, পুরো প্রকল্পটি তাদের জন্য লজ্জাজনক। গ্রীষ্মের ছুটি শেষ হলেই তারা নতুন করে কাজ শুরুর কথা ভাবছে।