প্রতিবেশি দেশগুলোর মশ্যে সম্পর্ক ভাল নেই সৌদি অরবের ।বিশেষ করে ইয়েমেনের সাথে।দু দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে ।সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে আরব অমিরাত ইয়েমেনে হামলা করতে অনেক সাহায্য সহযোগিতা করেছে ।তারি সূএ ধরে এবার সংযুক্ত আরব আমিরাতের একটি কৌশলগত অর্থনৈতিক টার্গেটে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সেনাবাহিনী।জানা গেছ
দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে গত তিন বছরেরও বেশি সময় ধরে যে ভয়াবহ আগ্রাসন চলছে তাতে আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।ইয়েমেনের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, দেশে তৈরি ‘সামাদ-৩’ ড্রোন দিয়ে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের বিমানবাহিনীর মুখপাত্র আব্দুল্লাহ আল-জাফরি বলেছেন, ড্রোন হামলার ফলে আবু ধাবি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। এই প্রথম ড্রোন ব্যবহার করে ওই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
এসময় আল-জাফরি অারও বলেন, সৌদি আরবের সঙ্গে যেসব দেশ যোগ দিয়ে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এখন থেকে তাদের অবকাঠামোতে আঘাত হানা হবে।তাদের কোন দেশকে ছাড় দেয়া হবে না।
এ হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানান, আবু ধাবি বিমানবন্দরের টার্মিনাল-১ এলাকার একটি সরবরাহ যানে বৃহস্পতিবার বিকাল ৪টায় হামলা হয়েছে। তবে এ হামলায় বিমানবন্দরের কাজে কোনো ধরনের সমস্যা হয়নি।তবে এ ইয়েমেনের এ হামলায় আরব অমিরাতের জন্য ভয়ংকর এক বর্তা।ক্রমেই কঠিন হয়ে যাবে দু দেশের মধ্যে সম্পর্ক ।