যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি নার্সিং হোম এবং সংলগ্ন একটি ঘরে হামলা চালিয়েছে এক সন্দেহভাজন বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার রাতে চালানো এ হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন নার্সিং হোম সংলগ্ন বাড়িটির বাসিন্দা। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
সিটি সেক্রেটারি হারম্যান রদ্রিগেজ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ।পরে নার্সিং হোমের সঙ্গে যুক্ত একটি ঘরে আরও দুইজনের মরদেহের সন্ধান মিলে। দৃশ্যত দুই ঘটনার মিল রয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।