তিন বছর পর দলে সুযোগ পেলেও আজও মাঠে নেই রাসেল। প্রথম ওয়ানডেতে দলে থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন দলের বাইরে। আর তৃতীয় ওয়ানডে থেকে তাকে বিদায় জানিয়ে দিল ইনজুরি।
শনিবার (২৮ জুলাই) সেন্ট কিটসে দলের শেষ ও সিরিজের ভাগ্য নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে উইন্ডিজ ও বাংলাদেশ। কিন্তু মাঠে নামার আগেই ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ নেমে এসেছে। ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ওয়ানডেতে ইঞ্জুরির কারণে উইন্ডিজ দলে জায়গা হয়নি অলরাউন্ডার আন্দ্রে রাসেলের।
২০১৫ সালের পর একদিনের খেলায় দলে ডাক পেয়েছিলেন এই মারকুটে অলরাউন্ডার। প্রথম ম্যাচে ১৩ রান করার সাথে সাথে নিয়েছিলেন এক উইকেটও। কিন্তু এক ম্যাচ খেলেই ইঞ্জুরির ছোবলে চলে গেলেন বাইরে। এদিকে রাসেলের বদলে দলে জায়গা করে নিয়েছেন শেল্ডন কট্রেল।
এর আগে হাঁটুর এই ইনজুরির জন্য সার্জনের ছুরির নিচেও যেতে হয়েছে রাসেলকে। সেই পুরনো ব্যথাই আবার মাথাচাড়া দিয়ে ওঠায় তাকে শেষ ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মূল্যবান এই খেলোয়াড়কে পাওয়ার জন্য ইতোমধ্যে তার শুশ্রুষা করা শুরু হয়ে গেছে। বোর্ড আশা ব্যক্ত করেছে ৩১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন।
শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেন্ট কিটসে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বাংলাদেশ ৪৮ রানে জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে বাংলাদেশকে ৩ রানে হারায় ক্যারিবিয়ানরা। তাতে সিরিজে ১-১ এ সমতা ফিরেছে। এদিকে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। তাই ডু অর ডাই ম্যাচে রাসেলের মত অভিজ্ঞ অলরাউন্ডারকে মিস করবে স্বাগতিকরা সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ওয়েস্ট ইন্ডিজের শেষ ওয়ানডের সম্ভাব্য স্কোয়াড: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিষু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি যোসেফ, এভিন লুইস, জ্যাসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রোভম্যান পাওয়েল, শেলডন কটরেল, কিমো পল ও কিয়েরন পাওয়েল।