জিনেদিন জিদান নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তিনি আছেন। তাই রিয়েলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা অনেকাংশেই তার কাঁধে। আর সেই দায়িত্বটা পালনে যে আগ্রহী বুঝিয়ে দিলেন করিম বেনজেমা।
গত মৌসুম খুব একটা ভাল কাটেনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে জোড়া গোল এবং ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে প্রথম গোলটা করেছিলেন। তবু এতটুকুতে সন্তুষ্ট নন তিনি। আরও ভাল খেলার কথা দিলেন।
বেনজিমা বলেছেন, ‘গতবারের থেকে এবার আরও ভাল খেলতে চাই। চাই রিয়েলের ইতিহাসে নিজের নামটা লিখতে।’
রিয়াল মাদ্রিদে আছেন ৯ বছর। কেমন কাটছে এই দীর্ঘ সময়? বেনজেমার কথায়, ‘কঠিন সময়ও কেটেছে এখানে। এই ক্লাবের হয়ে খেলতে পেরে খুব খুশি। আশা করি, রিয়াল সাফল্যের রাস্তাতেই থাকবে। এখানে সবাই মিলে ট্রফি জেতাটাই থাকে প্রধান লক্ষ্য। চাই সেই লক্ষ্যটা এবারও পূর্ণ হোক।’