কাতার সংকট: সৌদি, আমিরাত, বাহরাইন ও মিসরকে ডাকছেন ডোনাল্ড ট্রাম্প!

কাতার সংকটে সৌদি, আরব আমিরাত, বাহরাইন ও মিসরকে ডাকতে পারেন ডোনাল্ড ট্রাম্প! এ আশাবাদের কথা জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টারা। তারা জানান কাতারের ওপর নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেওয়া উপসাগরীয় চারটি দেশের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অনড় অবস্থানে থাকলেও এই সম্মেলনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেওয়া উপসাগরীয় চার দেশের শীর্ষ ব্যক্তিরা ট্রাম্প প্রশাসনের সম্মেলনের এজেন্ডা নিয়ে সতর্কতা প্রকাশ করলেও ওই সম্মেলনে যোগ দেওয়ার নীতিতে আস্থা রাখছেন। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বে ২০১৭ সালের ৫ জুন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এই ধারাবাহিকতায় মৌরিতানিয়া ও সেনেগালও একই পদক্ষেপ নেয়। সংকট সমাধানে ১৩টি শর্ত দিয়ে আলোচনায় আহ্বান জানায় নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো। শর্ত মানতে রাজি না হওয়ায় দোহার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তারা। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় কাতার।

শুনানি শেষে গত ২৪ জুলাই সোমবার ওই মামলায় কাতারের পক্ষে রায় দেন আদালত। কাতার বলে আসছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া উপসাগরীয় সমস্যা সমাধান সম্ভব নয়। উপসাগরীয় দেশগুলোর নেতাদের অনেকেই বলছেন, কাতার সংকট খারাপ অবস্থায় পৌঁছেছে, পশ্চিমাদের কাছে আরব রাষ্ট্রগুলোর ভাবমূর্তি নষ্ট করছে।